সংকটময় পরিস্থিতিতে ভ্যাট বৃদ্ধির সমালোচনা করলেন মান্না
- By Jamini Roy --
- 11 January, 2025
সংকটময় সময়ে পণ্যের ভ্যাট বৃদ্ধির কড়া সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যারা এমন সিদ্ধান্ত নেয়, তারা অর্থনীতির সংজ্ঞা বুঝলেও বাস্তবতা বোঝে না। শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় কাউন্সিলে বক্তৃতার শুরুতে মান্না দেশের বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন,
“সোনার বাংলার কথা এখন আর কেউ বলে না। সবাই এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলে। এটি সম্ভব হবে তখনই, যখন আমরা সবাই যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করব।”
দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে দেশ গঠনে সবার সহযোগিতা জরুরি বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি।
বর্তমান অর্থনৈতিক সংকটে পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধিকে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন মান্না। তিনি বলেন,
“এত সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে, তারা অর্থনীতির সংজ্ঞা বুঝে কিন্তু অর্থনীতি বোঝে না। তারা খেটে খাওয়া মানুষের কষ্ট বোঝে না।”
তিনি মনে করেন, এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।
মান্না দেশের দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন,
“আমরাও সংস্কার চাই। তবে তা দ্রুত করতে হবে। এরপর ন্যায্য নির্বাচন দিন। অন্যথায় দেশ আরও গভীর সংকটে পড়বে।”
তিনি আরও উল্লেখ করেন যে, ন্যায্য ও অবাধ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বক্তব্য বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও চাহিদাকে সামনে নিয়ে এসেছে। ভ্যাট বৃদ্ধির মতো সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে দেশের সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন।